এটি 8 পর্বের ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট বিষয়ক টিউনের 7 পর্ব

আশা করি সবাই ভালো আছেন, আজ আপনাদের দেখাবো কিভাবে সকল ভিজিটরদের থেকে কিভাবে এ্যাডমিনবার হাইড করবেন, এটা খুবই সহজ কাজ, হয়তো যারা কোডিং জানেন না, তাদের কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কাজটি অতো কঠিন নয়, আজ আপনাদের দেখাবো দুইটি পদ্ধতি, এই কাজটি প্লাগিন ছাড়াও করতে পারবেন, আবার প্লাগিন দিয়েও করতে পারবেন, তবে আমি সাজেষ্ট করবো, আপনার যদি কোডিং সম্পর্কে ধারনা থাকে, বা পূর্বে কোড এডিটের কাজ করেছেন তাহলে আপনি কোডটি ব্যবহার করতে পারেন, কিন্তু পূর্বে যদি আপনার এমন অভিজ্ঞতা না থাকে, এবং নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে সাজেষ্ট করবো আপনি কোন কোডিং ঝামেলায় না গিয়ে সহজে প্লাগিন ব্যবহার করুন।

আপনি চাইলে এই লিংকটি দেখতে পারেন : এখানে ক্লিক করুন।

অথবা চাইলে ওয়ার্ডপ্রেসের কোডেক্স এর অফিসিয়্যাল সাইট থেকেও দেখতে পারেন: এখানে ক্লিক করুন।

এবার আসুন, উপরের কিছু’ই যদি আপনি না বুঝেন তাহলে আরো সহজ করে দিচ্ছি। আপনার থিমটি ওপেন করুন, ওখানে একটি functions.php নামে একটি পেজ পাবেন, সেটা ওপেন করে দেখুন একদম নিচে একটি চিহ্ন আছে ?> এর মত, আমার নিচে দেয়া কোডটি আপনি ঐ চিহ্নর পূর্বে পেষ্ট করুন, এবার সেইভ করুন, আশা করি কাজ শেষ 🙂

কাজটি প্লাগিন ছাড়া কোডিং করে কারার পদ্ধতি


/*
* Disable the WordPress Admin Bar for all Users and Visitors
*/
remove_action( 'init', '_wp_admin_bar_init' );

প্লাগিন ব্যবহার করে কাজটি করার পদ্ধতি

একদম সহজ, শুধু এই প্লাগিনটি ডাউনলোড করুন, এবং আপনার সাইটে ইন্সটল করুন।

Download wp admin bar hiddener tools plugin

কোড সোর্স

আশা করি নতুনদের অনেক উপকারে আসবে, আপনার যদি উপকারে আসে, তাহলে শেয়ার করতে ভুলবেন না, পরবর্তী টিউটোরিয়াল নিয়ে খুব তারাতারি’ই আপনাদের মাঝে আসতে চেষ্টা করবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Series Navigation<< ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট [পর্ব-০৬] :: কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এ্যাডমিন বারে নতুন মেনু যোগ করবেন?ওয়ার্ডপ্রেস ডেভলপমেন্ট [পর্ব-০৮] :: শুধু এ্যাডমিনদের জন WordPress Adminbar শো করাবেন যেভাবে >>