পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আমার অনেকেই জাভা সাপোর্টেট মোবাইল ব্যবহার করে থাকি, এবং সময় কাটানোর জন্য গেম খুজে থাকি, কিন্তু খুঁতে কজনের মন চায়? সবাই চায় খোঁজা ছাড়া পেতে চায় তাই আপনাদের খোঁজার দিন শেষ এখন আমার দিন শুরু, আবার আমার গেম খেলার দিন শেষ, আর আপনাদের খেলার দিন শুরু। এই ভাবে আমি ১৫৯টি গেম আপনাদের সাথে শেয়ার করব, যদি আপনাদের সারা পাই, তাহলে এখন সাথে সব আপলোড করা আমার পক্ষে সম্ভব না, একেতো সময়ের বিষয় আবার ধর্যেরও বিষয়, তাই আপনি প্রতি পর্বে ৫টি করে শেয়ার করাব। তাহলে আজ থাকছে।
০১। 3D Formula Racing. jar, Download size: 283kb
০২। 3D_OppositeLock.jar, Download size: 300kb
০৩। 3D_OppositeLock_m_best0000.rms, Download size: 108kb
০৪। 3D_OppositeLock_m_finish000000.rms, Download size: 118kb
০৫। 3dbigfootr.jar, Download size: 305kb
তাহলে আজ এই পর্যন্তই আলোচনা রাখলাম, আবার পরবর্তি পোষ্ট নিয়ে খুব তারাতারিই আপনাদের মাঝে হাজির হব, ততক্ষন আমাদের থাকুন।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
অসাধারন , ভাই । আমার একটা ভুল হয়েগেছে ব্লগার নিয়ে একটি পর্ব করলে ভাল হত। চালিয়ে যান ।
ধন্যবাদ মন্তব্য করার জন্য। তবে আপনি এখন একটা কাজ করতে পারেন, আপনার ব্লগার নিয়ে যত পোষ্ট আছে, সকল পোষ্ট এর লিংক গুলো আমাকে ফেসবুকে মেসেজ করুন, আর পরবর্তিতে যে পোষ্ট করবেন তা পর্ব পর্ব করুন, এরপর আমি সাজিয়ে সাইটের ধারাবাহিক পেজে এ্যাড করে দিব।
ঠিক আছে । আপনি পর্ব ২ দিয়ে শুরু করবেন , কারণ পর্ব ১ এ দিব কিভাবে ব্লগার বানাতে হয় ।
বুঝলাম না।
bolchi ami ekti post korbo sata holo kivabe blog banate hoy ta niye sata hobe porbo 1